৩৬ তম শিকাগো ফোবানার প্রস্তুুতি শুরু
প্রকাশিত হয়েছে : ১১:৩১:২৯,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৪৩০ বার পঠিত
জুয়েল সাদত
“নবদিগন্তের উ্যসব” Festival of New Horizons এই মটো কে সামনে রেখে ৩৬ তম ফোবানা হতে যাচ্ছে উইন্ডি সিটি খ্যাত শিকাগোতে।
বিশ্বখ্যাত আর্কিট্যাক্ট মরহুম ফজলুর রহমান এর স্মৃতি বিজরিত শিকাগো। উইলস টাওয়ার ( সাবেক সিয়ার্স টাওয়ার) খ্যাত শিকাগোতে বাংলাদেশীরা অনেক সম্মানিত । নানা কারনে শিকাগো প্রবাসীদের পছন্দের জায়গা। শিকাগোতে বসছে আগামী বছরের সেপ্টেম্বরের ২ থেকে ৪ তারিখ ২০২২, ( শুক্রবার, শনিবার ও রোববার) ৩৬ তম ফোবানার আসর। বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড হোষ্ট হিসাবে ৩৬ তম ফোবানা আয়োজক BAC.
৩৬ তম শিকাগো ফোবানার কনভেনর মকবুল আলী ও মেম্বার সেক্রেটারী সৈয়দ আহসান কোকো উত্তর আমেরিকায় বসবাসরত সকল প্রবাসীদের আগামী সেপ্টেম্বরে প্রথম সপ্তাহের লেবার ইউক্যান্ডে আহবান জানিয়েছেন শিকাগোতে । পাশাপাশি যে কোন পরামর্শ fobana2022chicago@gmail.com জানাতে অনুরোধ করেছেন। কনভেনর মকবুল আলী ও মেম্বার সেক্রেটারী সৈয়দ আহসান কোকো আশাবাদ ব্যাক্ত করে জানান, ফোবানায় উত্তর আমেরিকার প্রবাসীদের অনেক চাহিদা থাকে। আমরা একটি ইউনিক ও গঠনমুলক এবং সর্বোপরি সর্বাত্বক কমিটমেন্ট পুরন করব । যোগ্যদের ও এক্নপার্টিসদের হোষ্ট কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। আমরা অনেক দিন থেকেই কাজ করছি। কিছু দিনের মধ্যে একটি আকর্ষনীয় ভেন্যুর খবর জানাব।
বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড একটি দক্ষ সংগঠন। পাশাপাশি আমরা পুরো শিকাগোর সকল সংগঠন সমন্বিত হিসাবে কাজ করবে ৩৬ তম ফোবানায়। মিডিয়া টীমে থাকবে দেশের জনপ্রিয় মিডিয়া হাউস। ফোবানা স্কলারশিপ, ফোবানা আইডল, কবি সমাবেশ,বিজনেস সেমিনার,রিলিজিয়াস ইন্টারচেঁঞ্চ,সাইন্স ফেয়ার, মুক্তিযুদ্ধ সমাবেশ, ফ্যাশন শো, বই মেলা, ইউথ সেমিনার, আইটি সেমিনার, সাহিত্য্ সমাবেশ,নারী সমাবেশ সহ প্রায় ৪০ টি নানান সম্ভাব্য কর্মসুচি বিবেচনাধীন বলে জানা গেছে। থাকবে দেশীয় খাবারের সহজলভ্যতা। ফুড কোর্ট থাকবে,সেখানে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের ফুড ভেন্ডররা থাকবেন। অতীতের ফোবানায় প্রবাসীরা যে সকল সমস্যায় পড়েছিলেন তা কাটিয়ে উঠতে সচেষ্ট থাকবে ৩৬ তম ফোবানা ৷ প্রাইম টাইমের সময়গুলো নানা ষ্টেটের শিল্পীদের দেয়া হবে। সংক্ষিপ্ত আকারে উদ্ভোধনী ও সমাপনি থাকবে বলে জানিয়েছেন কনভেনর। ৩৬ তম ফোবানার ম্যাগাজিন সম্পাদনায় থাকবে চমক। আমেরিকার নানান উল্লেখযোগ্য স্কলারদের সমন্বয় করে সমাবেশ করা হবে। যে সব প্রবাসীরা মুল ধারায় উল্লেখযোগ্য্ ভুমিকা রাখছেন তাদের উপস্থাপন করা হবে।
ম্যাগাজিনর নতুন প্রজন্মদের লেখা সহ ভাল ও সেরা লেখকদের লেখা থাকবে। কোন ক্রমেই ইয়েলো পেইজ হবার সুযোগ নেই। স্পন্সররা তাদের মতামত জানাবার সুযোগ পাবেন ৷ ছোট আকারের কার্যকর হোষ্ট কমিটি থাকবে, যার ঘোষনা হবে শিঘ্রই।
773 552 1373 ( কনভেনর) 773 837 6884 ( মেম্বার সেক্রেটারী) fobana2022chicago.com
facebook : fobana2022chicago