আয়েশা মুন্নি’র দুটো কবিতা
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৩৫,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৩০৩ বার পঠিত
আয়েশা মুন্নি একজন সহজাত কবি। ৯০ পরবর্তি সময়ের সাহিত্যাঙ্গনে তিনি দীপ্ত পদচারনায় বিচরন করছেন। সাহিত্যের প্রতি তার ভালবাসা অকৃতিম। লিখছেন নানা মাধ্যমে। প্রকাশিত বইয়ের সংখ্যা অনেক । জন্মসুত্রে সিলেটের না হলে চা বাগান ও প্রকৃতির প্রতি অকৃতিম ভালবাসায় সিলেটেই বসবাসের জন্য্ বেছে নিয়েছেন। স্বামী পুলিশের চাকুরী করেন, নানা শহরে যাবার সুযোগ থাকলেও সিলেটের সাহিত্য পাড়ায় একটি অবস্থান নিয়ে আছেন। ভারতের নানা সাহিত্য কাগজে লিখেন। কবিতাই বেশী টানে মুন্নীকে।
( প্রবাসের নিউজ সাহিত্য্ ডেস্ক )
আয়েশা মুন্নি’র দুটো কবিতা
উন্মুক্ত হবো না
আয়েশা মুন্নি
পৃথিবীময় এত প্রেমের ছড়াছড়িতে
হয়ত ভাসিয়ে দিতে পারি বিগত সময়
ভাসিয়ে দিতে পারি সব সুখ…
তিল তিল করে গড়ে উঠা শত ভূলের পাহাড়
শব্দ ভাণ্ডারে জমানো কটাক্ষ…
ভুলে যেতে পারি, ভুলে মাখা অভিযোগ
আলেয়ার মিথ্যে আলোর পেছনে দৌড়াতে পারি…
দিগন্ত হতে দিগন্তে মিশে যেতে পারি
পৃথিবীর সব কিছুই করতে পারি
পারি না শুধু তোমাকে অস্বীকার করতে।
এখন থেকে আর নিজেকে সাজাব না
আমি তোমাতে হারাব- তোমাতেই মিশে যাব
আমি আর উন্মুক্ত হবো না…
তোমার হৃদয় ভূমে সোনালী সকাল হব
ঘুম ভাঙা ঘুমে…
একটি ভূখণ্ডের গল্প
আয়েশা মুন্নি
আজ একটি সবুজ ভূ-খণ্ডের গল্প শোনাবো…
কি করে সবুজের বুকে
লাল সূর্যটার উড্ডয়ন।
সে গল্প শুনতে শুনতে চোখ জ্বালা করবে
হৃদস্পন্দনে বিরামহীন রিদম বাজবে,
আবার সে চোখ উজ্জ্বল হবে
কখনো বা অশ্রু গড়িয়ে পড়বে,
কখনো আর্তনাদের হাহাকার
আবার কখনোবা আত্মতৃপ্তি।
তবে শোনো, আমিও শুনেছি
আমারও জন্মের আগের কথা…
গল্প নয় সত্যি গাঁথা।
আমি শুনেছি বঙ্গবন্ধুর সেই আঙ্গুলের নির্দেশসহ
শ্লোগানের কথা।
বুকের তাজা রক্তে চারদিকে মৃত্যুর নগ্ননৃত্য
নির্যাতিতার আর্তচিৎকার…
আমি শুনেছি সেই গল্প,
কিশোরি তরুনীর সতীত্ব হারানো প্রথম রক্তবিন্দু…
গলিত লাশের উৎকট গন্ধে বাতাস ভারি,
আবার সেই লাশের স্তুপে শেয়াল কুকুরের হুংকার।
বেঁচে থাকলে আবার দেখা হবে বলে…
আপনজনের দৃষ্টি সীমা ছাড়িয়ে যাওয়া বাঙ্গালীর
ফিরে আসা কিংবা না আসার দিন বিজয় দিবস।
বড় চড়া দামে কেনা
বাংলার মাটি
আর স্বাধীনতা।
জীবন, সম্ভ্রম, রক্ত আর ঘামে কেনা
পৃথিবীর মানচিত্রে স্বপ্ন স্বাধীন ভূখন্ডের নাম “বাংলাদেশ”।
বিজয় রঙ্গীন সবুজের ভালবাসায়
আজীবন ফিরে ফিরে আসবেই ১৬ ডিসেম্বর।
প্রতিদিন হোক লক্ষহীন বাঙ্গালীর অমর অজেয় অভয়।
প্রতিদিন ঘটুক যুক্তিতেই মুক্তি।
আমি শুদ্ধ হই, দেশ শুদ্ধ হবে…
আত্মোপলব্ধি, আত্মশুদ্ধিতে
উজ্জীবিত হলেই হবে …
দেশ সার্থক, বিজয় সার্থক।
সার্থক হবে লাল সবুজের বাংলাদেশ।
বই – রঙিন রোদচশমা