গুড মর্নিং “আমেরিকা”
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:০৭,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২২ | সংবাদটি ১৯০ বার পঠিত
ইশতিয়াক রুপু
গভীর ঘুমে বৃষ্টিতে ভিজে একাকার!!
দেখি বাসার উত্তর কোনের লম্বাটে মেহগনী গাছ নিরবে একা ঠায় দাঁড়িয়ে।
বাগানে ঢেড়স গাছের গোড়ায় জমা জল,
ঘরের কোনে লাল লাল ফুলে নুয়ে থাকা
সেই চির চেনা রঞ্জন ফুলের গাছটি।
ভেতরের উঠানের কোনে জোড়া পেঁপে গাছে পেঁপে ফল নেই।একদম খালি!
সামান্য পেছনে লোহার নেট আর কাঠ
দিয়ে বানানো হাঁস মোরগের ঘরটি নেই।
সেখানে সতেজ ঘাসের পাশে লকলকে
পুঁই শাকের কালচে সবুজের ডগা।
এর পরই পাকা ঘাটলা। শেওলা ধরা
ডুবে থাকা সিঁড়ি। টলটলে জলে ডুব
সাঁতারে দম আটকে রেখে নিঃশ্বাস নিতে
উপরে উঠলে চোখে পড়লো পুকুরের পশ্চিম কোনের বড় সড় পুরু সবুজ পাতার
ঘন ছাউনির চালতা গাছে দিব্যি বসে
আছে আমার পুরো শৈশব ও কৈশোর কাল।যা দেখেছি গত রাতে। যখন গভীর ঘুমে আমি। ঘুম ভেঙ্গে গেলো শুনি!
সি এন এন ও এ বি সি থেকে ভেসে আসছে! গুড মর্নিং আমেরিকা।