মানুষরুপী যম
প্রকাশিত হয়েছে : ৩:৪১:২৯,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ২৬৫ বার পঠিত
নজরুল ইসলাম আসলমী
জগৎ জুড়ে মানুষ ভরা
আসল জনা কম,
নকল লয়ে ধ্বংস খেলে
মানুষরূপী যম।
মানুষ হয়ে জনম নিয়ে
অমানবিক কাম,
এই মানুষে দেয়না কভু
জ্ঞানীগুণীর দাম।
সঠিক পথে চলতে হলে
আসবে বাধা ভয়,
জাহেলিয়ায় হয়নি যাহা
হয় এমনি ক্ষয়।
ধনী গরিব তকমা তুলে
বনি আদম জনে,
বলাৎকারে খুন খারাপে
ভীতি জাগায় মনে।
গরুর পালে অনেক গাভী
দুধাল গাভী কই,
ছল জানে না এমন কারে
বন্ধু বলি সই।
সোয়ানসি/ইউকে
মঙ্গলবার
১১ ইং জানুয়ারি ২০২২ ইং।