২১ শে মে চতুর্থ ফ্লোরিডা বইমেলা লেক ওয়ার্থে
প্রকাশিত হয়েছে : ৯:১৩:১৮,অপরাহ্ন ১৭ মে ২০২২ | সংবাদটি ১৭১ বার পঠিত
২১ শে মে চতুর্থ ফ্লোরিডা বইমেলা লেক ওয়ার্থে
জুয়েল সাদত
আগামী ২১ মে শনিবার চতুর্থ ফ্লোরিডা বইমেলা সাউথ ফ্লোরিডার লেক ওয়ার্থ এর আমেরিকান ফিনিশ ক্লাবে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
তিনটি সফল বইমেলার পর ঢাকা ক্লাবের উদ্যেগে ফ্লোরিডা বইমেলায় আসছেন প্রধান অতিথি হিসাবে বিশিষ্ট ছড়াকার লুতফুর রহমান রিটন। কানাডা থেকে আসছেন জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী।
বইমেলায় বাংলাদেশ থেকে আসছেন বিশিষ্ট নাট্যকার মোস্তফা কামাল রাজ ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আরো থাকবেন ওরলান্ডোর জনপ্রিয় লেখক চলচিত্র নির্মাতা সেজান মাহমুদ। বইমেলায় আসছেন নিউইয়রকের মুক্তধারা।
ঢাকা ক্লাব এর উদ্যেগে এবার প্রথম বারের মত বাংলাদেশের ইয়াং ষ্টারদের মধ্য প্রজেক্ট কম্পিটিশনের উদ্যেগ নেয়া হয়েছে। ৫ থেকে ২০ বয়সের কেউ বাংলাদেশ কে প্রজেক্টের মাধ্যমে বা টেবিল ডিসপ্লে এর মাধ্যমে বাংলাদেশটাকে তুলে ধরবেন৷ বাংলাদেশ এর পাখি, বাংলাদেশ এর স্থাপনা, কৃষ্টি কালচার, বাংলাদেশের বন্যপ্রাণী, বাংলাদেশের ঐতিহাসিক স্থান,বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের খাবার, বাংলাদেশের বাদ্য যন্ত্র, বাংলাদেশের মাছ, পশু পাখি, বাংলাদেশর টুরিজম, সর্বোপরি বাংলাদেশ কে যে কোন ভাবে উপস্থাপন করতে হবে। বিচারক হিসাবে থাকবেন সামীরা আব্বাসী, ডাক্তার সেজান মসহমুদ ও ডাক্তার সুলতান সালাউদ্দিন।
বই মেলায় যে কেউ বই ডিসপ্লে ও বিক্রি করতে পারবেন। পুরো বইমেলা সবার জন্য উন্মুক্ত। কোন স্টল ভাড়া নেই। বইমেলায় মুল দায়িত্বে রয়েছেন ঢাকা ক্লাবের আনোয়ারুক খান দিপু, মিম হোসাইন, সামীরা আব্বাসী, জুয়েল সাদত, রানা খান, নাজমুন নাহার ইউনা, রাকিব হাসান, প্রমুখ। বই মেলায় বরাবরের মত থাকবে বানা বয়সের বাচ্চাদের নাচ – গান ও নানান একটভিটিস। ফ্লোরিডার লেখকরা পাঠকদের মুখোমুখি হবেন। চলবে দুপুর ২ টা থেকে শুরু হয়ে রাত ১০ টায় শেষ হবে। লেখকদের সাথে প্রকাশকদের সমন্বয় করে দিবেন সমম্বয়কারী জুয়েল সাদত। যারা বই প্রকাশ করতে আগ্রহী তারা যোগসূত্র খুজে পাবেন বইমেলায় Sadat734@gmail. Com ।
American Finnish Club
908 LEHTO LANE Lake Worth FL 33461