ঢাকায় ৩৬ তম ফোবানার মিট এন্ড গ্রীট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:২৪:২৭,অপরাহ্ন ০৮ জুন ২০২২ | সংবাদটি ১১০ বার পঠিত
জুয়েল সাদত
৩৬তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৪ জুন রাজধানী ঢাকার গুলশান শুটিং ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খান, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান, রেডটাইমসের সম্পাদক সৌমিত্র দেব, অভিনেতা নাদেল চৌধুরী, শিল্পী ফাহমিদা নবীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিল্পপতি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান রেহান রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ৩৬ তম ফোবানার চেয়ারম্যান রেহান রেজা বলেন, চলতি বছরে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হবে ৩৬তম ফোবানা সম্মেলন। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, হবে ব্যবসায়ীদের মিলন মেলা। আসন্ন সম্মেলনে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আকৃষ্ট করা হবে। তুলে ধরা হবে সম্ভাবনার বাংলাদেশকে। এবার ইউথ একটিভিস থাকবে বেশী । রেহান রেজা আরো জানান, এবারই ফোবানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাথে এফলিয়েটেড হয়ে ফোবানা গরিব মেধাবীদের স্কলারশিপ চালু করবে
ঢাকায় মিট এন্ড গ্রিট এ ৩৬ তম ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী বলেন, সকলের সম্মেলিত চেষ্টায় ৩৬ তম ফোবানা সফলতা পাবে। ফোবানা গত ৩৫ বছর থেকেই ধারাবাহিকতা বজায় রেখেছে। সব সময় নানা অপপ্রচার চলে, বিভ্রান্তি ছড়ানো হয়ে থাকে। তবে দিন দিন ফোবানা নানা সামাজিক কাজে জড়িত। দেশের নানা দুর্যোগে ফোবানা ভুমিকা রাখে। আমরা স্কলারশিপ চালু করেছি, এটার বিস্তার ঘটবে। উত্তর আমেরিকায় ফোবানা সকল শিল্পী ও স্কলারদের এবং ব্যবসায়ীদের মেলবন্ধন রচনা করে আসছে।
তিনি আরো জানান, ফোবানা একটি সুশৃঙ্খল সংগঠন। সেন্ট্রাল কমিটি ভোটাভুটির মাধ্যম তৈরি হয়ে থাকে। ৩৫ তম ওয়াশিংটন ফোবানায় সকল সা্দস্যদের উপস্থিতিতে বর্তমান কমিটি গঠিত হয়েছে।। আগামী সেপ্টেম্বর এর শিকাগো ফেবানায় পরবর্তী কমিটি হবে। যে কেউ হঠাত করে ফোবানার দায়িত্ব নেবার সুযোগ নাই।
কাউকে বাহিরে রেখে ফোবানা নয়, ফোবানা সকলের। তবে ফোবানায় থাকবে স্বচ্ছতা। ৩০ বছর পর শিকাগোতে ফোবানা হচ্ছে।মিট এন্ড গ্রীট পার্টিতে ফোবানার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পার্টিতে সকল বক্তারা ২০২২ এর লেবার উইকএন্ড এর ২/৩/৪ সেপ্টেম্বর এর ফোবানা হবে ঐক্যর ফোবানা বলে ঘোষণা দেন। ফোবানা উত্তর আমেরিকায় সকল প্রবাসীদের মিলনমেলা, সেখানে সবার অংশগ্রহণ থাকবে। বাাংলাদেশ থেকে যে কোন ভেন্ডর সহজে আসতে পারবেন, ফোবানা সহযোগীতা করবে। আবাসন ব্যবসায়ী সহ যে কেউ বিজনেস ডেভেলপমেন্ট করতে মোষ্ট ওয়েলকাম।
অনুষ্টানের শেষে বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড এর প্রেসিডেন্ট ও ৩৬ তম ফোবানার কনভেনর জবাব মকবুল আলী আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানান।