ফোবানা একটি আবেগের নাম।
প্রকাশিত হয়েছে : ১১:৩১:৪৯,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০২২ | সংবাদটি ১০১ বার পঠিত
জুয়েল সাদত
৩৬ তম ফোবানা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। ফোবানা নামে বেশ কয়েকটি সম্মেলন হওয়ায় প্রবাসী রা কিছুটা বিভ্রান্তিতে ছিলেন। ২০২১ সালের ওয়াশিংটন ফোবানা থেকে সবাই মুল শিকাগো ফোবানায় এসেছিলেন। ফোবানা একটি সুসংগঠিত প্লাটফর্ম। ৩৬ টি সফল সম্মেলন করে ৩৭ তম ডালাস ফোবানায় সবাই আাগামী বছর মিলিত হবেন। সময়ের ধারাবাহিতায় ফোবানায় অনেকেই ছিলেন, আছেন, থাকবেন আবার অনেকেই রিটায়ার্ড করেছেন। অনেকে আবার নিজেদের ব্যাক্তিস্বার্থে ফোবানাকে অপব্যবহার করেছেন। মুল ফোবানা একটাই যেটার ২০২২-২০২৩ এর নেতৃত্ব দিবেন ডক্টর এহসান চৌধুরী হিরো ও তার টীম। চেয়ায়ম্যান হিরোর সাথে সেক্রেটারি হিসাবে আছেন জর্জিয়ার জনপ্রিয় কমিউনিটি লিডার জনাব সাহেল ও জয়েন্ট সেক্রেটারি হিসাবে নিউইয়র্ক এর জনপ্রিয় কমিউনিটি নেতা ড্রামা সার্কেল এর আবীর আলমগীর। সাথে পরিক্ষিত ফোবানা লিডার সহ সভাপতি মাসুদ রব চৌ ও কোষাধ্যক্ষ ডক্টর মোহম্মদ আলী মানিক। অসাধারণ কমিটি।
ফোবানার নির্বাচন টা ইলেকট্রনিক সিস্টেম এ পরিচালিত হয়ে থাকে স্বচ্ছ পদ্বতিতে। সবাই নির্বাচন করতে পারেন। নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি ফোবানা পরিচালনা করেন এক বছরের মেয়াদে। মেয়াদ কখনও বাড়ে না। আমি ফোবানায় গত ১৩ বছর থেকে দেখে আসছি এই সৌন্দর্য্য।
ফোবানা এখন শুধু দেশ থেকে শিল্পী, ডেলিগেট, অতিথি আনে না। এটা পুরোপুরি বন্ধ। আমেরিকায় বাংলাদেশী জনপ্রিয় শিল্পরা আছেন অনেকেই। তারাই মুলত ফোবানায় থাকেন। আমেরিকায় বসবাসকারী শিল্পীরা পারফর্ম করেন। সাথে স্থানীয় নানা স্টেটের শিল্পীদের মঞ্চ ফোবানা। ফোবানা নিয়ে অন্য গুজব বন্ধ হয়ে গেছে। ফোবানা ভাল কাজ করে এটা সার্বজন স্বীকৃত।
ফোবানা চ্যারিটি করে, এবার সিলেটের বন্যায় ফোবানা কনট্রিবিউট করেছে, ফোবানা করোনা কালীন সময়টাতে অনেক চ্যারিটেবল কাজ করেছে। ফোবানায় ১৪ থেকে ২০ টি সেমিনার থেকে নানা ভাবে প্রবাসীরা উপকৃত হন। ফোবানা কোন নাচ গানে সীমাবদ্ধতায় নেই। ফোবানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর মেধাবী দের স্কলারশিপ দিচ্ছে। ফোবানা আরো বড় কাজে সম্পৃক্ত হবে এ বছর।
ফোবানার পজেটিভ লিখে শেষ করা যাবে না। নেতৃত্বদান এর প্রতিযোগিতা থাকবে, তবে মনে রাখতে হবে ফোবানার কমিটি মাত্র ১ বছরের। গত এ জি এমে যিনি ভাল পদে পাশ করেন নি, এবারের এজিএমে তিনি বা তারা ভাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । হেরে গেলে আলাদা ফোবানা করে টিকে থাকা যায় না। অনেকেই ওয়াশিংটন ফোবানয় হেরে অন্য দলে যোগ দিয়েছেন, তারা ফিরে আসবেন এ দাবী সবার। ফোবানা দীর্ঘদিনের একটি সম্পর্কের নাম।
ফোবানা ঐক্য ও সম্প্রীতির বন্ধন। একটি সুন্দর পরিবার। আপনি বেশী সংগঠন নিবন্ধন করে এটাকে আরো বেগবান করতে সচেষ্ট থাকবেন। এক দুবার নেতৃত্বদান করে নতুনদের ছেড়ে দিবেন। নিজের বুদ্ধিতে কম বাজেটের ফোবানা করা যায়,আবার বহু বাজেটের হযবরল ফোবানা করা যায়। নাম প্রকাশ না করার শর্তে, একজন ফোবানা শুভাকাঙ্ক্ষী জানান,ফোবাবার হোষ্ট কমিটি যেন স্থানীয় দের দাওয়াত করেন এবং হোষ্ট কমিটিতে সম্পৃক্ত করেন। যে শহরে ফোবানা হবে,সেখানের সব সংগঠন যেন যুক্ত হতে পারে। যেটা কেউ করেন বা । অন্য শহরের দর্শক দিয়ে ফোবানা সার্থক হবে না।
( গান গাইছেন – সায়েরা রেজা)
ফোবানার হোষ্ট কমিটির সাথে ইসি কমিটির চম্যকার সম্পর্ক থাকতে হবে । ফোবানার সাথে সম্পৃক্ত আরেকজন জানান, কোন স্পন্সর যেন বার বার স্টেজে উঠতে না পারেন, এতে ফোবানা হালকা হয়ে যায়। যিনি বিজনেসে কথা বলবেন, তিনি ফোবানা মঞ্চে থাকবেন না । নতুন কেউ থাকবেন। ফোবানা একটি সার্বজনিন সংগঠন। একমাত্র বাংলাদেশিরাই পারে নন প্রফিট একটি তিন দিনের কনভেশন করতে।
ফোবানার বিদায়ী চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব রেহান রেজা চম্যকার সমাপনি বক্তব্য ভুল ত্রুটি নিজের কাধে নিয়ে সকলকে ধন্যবাদ দিয়েছেন। তিনি এজিএমে আবেগে কেদে ফেলেন। রেহান রেজা চেয়ারপার্সন হিসাবে সার্থক।
(সাফল্যের গল্প বলছেন এটর্নি রাজু মহাজন)
ঠিক তেমনি ফোবানার সেক্রেটারি কমিউনিটি নেতা মাসুদ রব চৌধুরীও ফোবানা সফলে সকলকে সাধুবাদ দিয়েছেন। হোষ্ট কনভেনর মকবুল আলী, শিকাগো ফোবানা সফল করতে পেরেছেন। হোষ্ট মেম্বার সেক্রেটারি সৈয়দ আহসান কোকো ৩৬ তম শিকাগো ফোবানার সফলতায় নীরবে কাজ করেছেন।
এবারের ফোবানায় ১৪ টি ভাল সাবজেক্টের সেমিনার ছিল। যা অনেককে আনন্দিত করেছে। বিশেষ করে টিন এজদের ক্যারিয়ার বিল্ডং এর সেমিনার টা নজর কেড়েছে। আমি অনেক গুলো সেমিনারে ছিলাম।
তবে শিকাগো ফোবানায় কমিটি ছোট করতে গিয়ে মিডিয়া কমিটি কেন নেই সেটা প্রশ্নবিদ্ব। হয়ত আমেরিকায় মিডিয়া কন্ট্রোল করতে পারবেন না তাই। তবে যোগ্য লোক সব জায়গায় আছে। ফোবানার পোস্টার নানা মিডিয়ার লগো লাগিয়ে কি লাভ হয়, তারা তো কোন ভুমিকা রাখে না।
তবে সব কিছুর বিচারে শিকাগোর ফোবানা সফল। চম্যকার এজিএম ও এজিএম এর ভেন্যু নজর কেড়েছে সবার। তবে এজিএমে নতুন সবসাময়িক এজেন্ডা যুক্ত করার সুযোগ দেবার দাবী অনেকের। ফোবানা নিয়ে কমিউনিটি তে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নাই। কারন অতিতেও এবিসি কনভেশন করে ফোবানা কে চাপে রাখা হয়েছিল। মুল ফোবানা একটাই। আমেরিকার ব্যাস্ত জীবনে নানা শহরের কমিউনিটি নেতাদের এত সময় নেই আইনি লড়াইতে যাবার। ফোবানা তার স্বকীয়তায় বিকশিত হবে। ডালাসের ফোবানাই হবে ৩৭ তম আসর।
গত ৪ সেপ্টেম্বর রবিবার, ২০২২ শিকাগো শহরের ডাবল ট্রি হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে ফোবানার ২০২২-এর বাৎসরিক সাধারণ সভা ও নির্বাচন। তিন জন ইলেকশন কমিশনারের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক্যালি ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়। এবারের নির্বাচনে নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটির (২০২২ – ২০২৩) বিবরণ নিম্নে দেয়া হলো।
ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২২ – ২০২৩ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ:
এক্সেকিউটিভ অফিসার্স:
চেয়ারপারসন – ড.আহসান চৌধুরী (হিরো) (টেক্সাস),ভাইস চেয়ারম্যান- মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া),নির্বাহী সচিব- নাহিদুল খান সাহেল (জর্জিয়া),যুগ্ম নির্বাহী সচিব- আবীর আলমগীর (নিউইয়র্ক),কোষাধ্যক্ষ- ড. মোহাম্মদ আলী মানিক (জর্জিয়া)।
আউটস্ট্যান্ডিং মেম্বার:
রেহান রেজা (ক্যানসাস), মকবুল এম আলী (ইলিনয়), সৈয়দ আহসান (ইলিনয়), রবিউল করিম (পেনসিলভেনিয়া) জসিম উদ্দীন (জর্জিয়া), মোহাম্মদ এম রহমান জহির (ফ্লোরিডা), বাবুল হাই (ফ্লোরিডা ) নুরুল আমিন (ভার্জিনিয়া)
১৬টি এক্সেকিউটিভ সংগঠন :
বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (ডিসি), বাংলাধারা (জর্জিয়া), বাংলাদেশ কম্যুনিটি অফ গ্রেটার শিকাগো (শিকাগো), বাংলাদেশ এসোসিয়েশন হিউস্টন (টেক্সাস), বাংলাদেশী-আমেরিকান আইটি পিপল’স অর্গানাইজেশন (ভার্জিনিয়া), বেঙ্গলি বয়েস কালচারাল এসোসিয়েশন ইন্ক (জর্জিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ইন্ক (ওয়াশিংটন), বাংলাদেশ-আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ক্যানসাস সিটি (ক্যানসাস), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইন্ক্, ভিএ (ভার্জিনিয়া), ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন অফ ফ্লোরিডা (ফ্লোরিডা), বাংলাদেশ থিয়েটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ কালচারাল সোসাইটি অফ জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশী আমেরিকান উইমেন এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ ক্যালিফর্নিয়া (ক্যালিফোর্নিয়া)।
৩৮তম ফোবানা সম্মেলন ২০২৪-এর স্বাগতিক সংগঠন হিসেবে “বাংলাদেশ এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি”-কে দায়িত্ব দেয়া হয়েছে।
জুয়েল সাদত /
সাংবাদিক / প্রথম আলো
ওরলান্ডো ফ্লোরিডা