মুক্তিযোদ্বটা আমাদের অহংকার, সেই ষুদ্বে সাধারন কৃষক থেকে শুরু করে সবার অংশগ্রহণ ছিল – মুক্তিযোদ্বা শামীম মৃধা
প্রকাশিত হয়েছে : ১০:১৮:০২,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ৫৭ বার পঠিত
ডেস্ক রিপোর্ট –
(ছবি – মুক্তিযোদ্বা শামীম মৃধা)
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ৫১ তম বিজয় দিবসের অনুষ্টানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শামীম মৃধা বলেন, অনেক কষ্টের ও ত্যাগের সেই যুদ্ব। সহজ সরল সাধারন মানুষের অংশ গ্রহনের যুদ্ব। এই যুদ্বটা ছিল শোষিতদের ও বঞ্চনার বহি:প্রকাশ। অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা পতাকা।
( ছবি -জয়নাল চৌধুরী )
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি কাজী আসিফ ইকবাল এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগরের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টুর পরিচালনায় ১৭ ডিসেম্বর শনিবার ওরলান্ডোর আহমেদ রেস্টুরেন্ট সন্ধ্যায় বাংলাদেশের বিজয়ের ৫১ তম বার্ষিকী অনুস্টানে রাত ৮ টায় কোরআান তেলাওয়াত করেন জাহেদ নুর। সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে অনুস্টানে শুভ সুচনা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে দুই পুর্বের বিজয় উ্যসবের অনুস্টানে অন্যান্যদের বক্তব্য রাখেন মহানগর আওয়ামীগের সাবেক সভাপতি জয়নাল চৌধুরী। জয়নাল চৌ : বলেন, বাংলাদেশ আজ বিশ্বের কাছে অনন্য দৃষ্টান্ত। আজ বাংলাদেশটাকে অন্য দেশ অনুকরন করে, এটা গৌরবের।
( ছবি – জুয়েল সাদত)
বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক জুয়েল সাদত বলেন, আজ আমাদের গুজব ও দেশবিরোধীদের বিরুদ্বে যুদ্ব ঘোষনা করতে হবে। বর্তমানের সরকার জনগনের জীবনের মানকে অনেক এগিয়ে নিয়ে গেছে, অথচ ৮/১০ জন লোক বিদেশে বসে সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বিরুদ্বে অপপ্রচার চালায়। এই সব রাজাকারদের বিরুদ্বে আমাদের নতুন যুদ্ব।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক বাহার হোসেন বলেন,বাংলাদেশের জন্মটা হয়েছিল নানা কারনে। নানা নীপিড়ন ও বৈষ্যমে পুর্ব পাকিস্তানীদের দেয়ালে পিঠ আটকে গিয়েছিল। স্বাধীনতার জন্য বাংলার মানুষের আহাজারি ছিল। তাই নারী পুরুষ সবাই যুূ্দ্ব করেছিল।
সভাপতির বক্তব্য, কাজী আসিফ ইকবাল সুকন বলেন, বাংলাদেশ আজ সম্ভাবনাময় রাষ্ট্র। বিদেশীরা আজ বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছুক। আজ এই সোনার বাংলা নিয়ে আমাদের অহংকার।
বিজয় দিবসের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন নিউ ইইয়র্ক এর শিল্পী খুশবু। আরো গান পরিবেশন করেন সাব্বীর রহমান, সায়েমা সাব্বীর, জাহেদ নুর, স্বপন অধিকারী ও জনাব মোহাম্মদ রহমান রানা প্রমুখ। ।
খশবু পুরো দেড় ঘন্টা দেশের গান ও জনপ্রিয় গান পরিবেশন করেন। খুশবুর পরিবেশনায় জমে উঠে পুরো বিজয় উ্যসব।
মিউজিক কম্পোজিশনে ছিলেন স্বপন অধিকারী ও মোহাম্মদ রহমান রানা।
পুরো আহমেদ রেস্টুরেন্ট জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছিল। সবাই লাল সবুজের পাঞ্জাবি ও শাড়ী পড়ে আসেন।
পুরো অনুস্টানের নৈপথ্যে ছিলেন নাজিমুল্লাহ লিটন, আব্দুল জলিল,সবুজ, সামসুদ্দিন, মিস্টি, মনোয়ার প্রমুখ।